বৈরী আবহাওয়ার কারণে ৬ রুটে নৌযান চলাচল বন্ধ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৩ অক্টোবর ২০২৪ ০১:৫৪ অপরাহ্ণ   |   ৫৫৬ বার পঠিত
বৈরী আবহাওয়ার কারণে ৬ রুটে নৌযান চলাচল বন্ধ

ঢাকা প্রেস-

 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জানিয়েছে, উপকূলীয় অঞ্চলে বৈরী আবহাওয়া বিরাজ করায় যাত্রীদের জানমালের নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকা থেকে অন্তত ছয়টি গন্তব্যে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ইতোমধ্যে সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করেছে। প্রচণ্ড ঝড় ও উচ্চ জোয়ারের কারণে উপকূলীয় নদীগুলোতে বিপজ্জনক অবস্থা বিরাজ করছে।

কোন কোন রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে:

ঢাকা থেকে হাতিয়া

ঢাকা থেকে বেতুয়া

ঢাকা থেকে খেপুপাড়া

ঢাকা থেকে চরমোন্তাজ

ঢাকা থেকে রাঙ্গাবালী

ঢাকা থেকে মনপুরা

উপরোক্ত রুটে নৌযান চলাচল পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।