ইসরায়েলকে আরও ৬৪০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২০ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৫৩ অপরাহ্ণ   |   ৩২ বার পঠিত
ইসরায়েলকে আরও ৬৪০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

গাজায় যুদ্ধবিরতির জন্য বিশ্বজুড়ে আহ্বান থাকলেও ইসরায়েলের কাছে আরও ৬৪০ কোটি ডলারের অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রশাসন। ট্রাম্প প্রশাসন এবং পেন্টাগনের কর্মকর্তাদের বরাতে রয়টার্স জানিয়েছে, নতুন এই চালানের মধ্যে রয়েছে নিয়মিত অস্ত্র-গোলাবারুদের পাশাপাশি হামলায় ব্যবহারের উপযোগী হেলিকপ্টার ও ট্যাংক।
 

প্রস্তাবিত চালানে ৩০টি এএইচ-৬৪ অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার এবং ৩,২৫০টি ইনফ্যান্ট্রি অ্যাসল্ট ভেহিকেল বা ট্যাংক রয়েছে। হেলিকপ্টার ও ট্যাংকের মূল্য যথাক্রমে ৩৮০ কোটি ডলার ও ১৯০ কোটি ডলার ধরা হয়েছে, বাকি ৭০ কোটি ডলার বরাদ্দ করা হয়েছে যন্ত্রাংশ ও গোলাবারু বাবদ।
 

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর নির্দেশে বর্বর দখলদার বাহিনী সম্প্রতি পুরো গাজা দখলের অভিযানে নেমেছে। ধারণা করা হচ্ছে, এই নতুন সমরাস্ত্রগুলো সেই অভিযানে ব্যবহৃত হবে।
 

এর পেছনের ঘটনা: ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা নিয়ন্ত্রণকারী হামাস ইসরায়েলের ওপর আকস্মিক হামলা চালিয়ে ১,২০০ জন হত্যা ও ২৫১ জনকে জিম্মি করে। এর পর ইসরায়েলি বাহিনী গাজায় সামরিক অভিযান শুরু করে, যার ফলে ৬৫ হাজারের বেশি নিহত ও ১,৬৬,০০০-এরও বেশি আহত হয়েছেন।
 

গত দুই বছরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গাজায় যুদ্ধবিরতির জন্য ছয়বার প্রস্তাব এনেছে, তবে প্রতিবারই যুক্তরাষ্ট্র আপত্তি বা ভেটো প্রদান করেছে।
 

ফ্রান্স ও সৌদি আরব আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করছেন। এর মধ্যেই ট্রাম্প প্রশাসন ইসরায়েলের কাছে নতুন অস্ত্র বিক্রির সিদ্ধান্ত চূড়ান্ত করেছে।