ডেস্ক নিউজ:-
চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডস্থ সি,ইউনিট আওয়ামীলীগের সভাপতি, নূর গনি পাড়াস্থ ইমাম আলী মুন্সীর বাড়ি নিবাসী, আঃ লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোঃ ওসমান আলীর প্রথম পুত্র ডাঃ মোঃ আনোয়ার হোসেন ( পল্লী চিকিৎসক) গতকাল শনিবার রাতে থানা এলাকার নারিকেল তলা থেকে ইপিজড থানা পুলিশ টিম আটক করেছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে ডাঃ আনোয়ার হোসেন দীর্ঘ দিন পালিয়ে থেকে ফেইসবুকে উসকানিমূলক পোস্ট এবং সামাজিক নিরাপত্তা বিশৃঙ্খলা ও গোপন মিছিল, ঝটিকা মিছিল সহ বর্তমান সরকারের বিরুদ্ধে অপরাধ মূলক বক্তব্য সহ বিভিন্ন স্তরের অপরাধ জনিত কাজে জড়িত প্রমাণ করে।
বিশেষ পুলিশ টিম থাকে গতকাল একটি কমিউনিটি সেন্টারের পিছনে বসে আড্ডা দেয়ার সময় এবং নেশা গ্রস্থাবস্থায় আটক করেছে বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে।
রোববার সকালে থাকে কোতোয়ালি থানায় হত্যা চেষ্টার মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে কোট হেফাজতে পাঠানো হয়েছে বলে কর্তব্যরত পুলিশ অফিসার জানায়।
তার সাথে জড়িত অপর সহযোগিদের ধরার চেষ্টা অব্যাহত রয়েছে বলে বিশেষ পুলিশ টিম সদস্যরা জানান।