এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে পর্তুগাল

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২০ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৪৮ অপরাহ্ণ   |   ৩০ বার পঠিত
এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে পর্তুগাল

স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ের পর এবার ইউরোপের আরেক দেশ পর্তুগাল ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। আগামীকাল (রোববার) আনুষ্ঠানিকভাবে এ স্বীকৃতি দেওয়া হবে বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে।
 

শনিবার (২০ সেপ্টেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
 

গত সপ্তাহে যুক্তরাজ্য সফরকালে পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো র‌্যাঙ্গেল সাংবাদিকদের জানিয়েছিলেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি লিসবনের বিবেচনায় রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ বিবৃতিতে বলা হয়েছে, আগামী সপ্তাহে নিউইয়র্কে ফিলিস্তিন স্বীকৃতির দাবিতে অনুষ্ঠিতব্য উচ্চ পর্যায়ের বৈঠককে সামনে রেখেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭ সদস্য রাষ্ট্রের মধ্যে এখনো মাত্র কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। সুইডেন ও সাইপ্রাস অনেক আগেই এ স্বীকৃতি দিয়েছিল। আর ২০২৪ সালের মে মাসে গাজায় হামাস-ইসরায়েল যুদ্ধ শুরুর পর স্পেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। পরে আয়ারল্যান্ড ও নরওয়েও একই পথ অনুসরণ করে। এবার ইইউ’র চতুর্থ দেশ হিসেবে এ তালিকায় যুক্ত হতে যাচ্ছে পর্তুগাল।
 

তবে লিসবন জানিয়েছে, তারা এ বিষয়ে সতর্ক অবস্থান নেবে। ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিয়ে ইউরোপীয় ইউনিয়ন যে অবস্থান নেবে, সেই নীতিকেই সমর্থন করবে পর্তুগাল। একতরফাভাবে কোনো পদক্ষেপ নেবে না দেশটি।