ডিএমপি জানায়, ১১ জুলাই রাজধানীর শ্যামলীতে এক পথচারীর ওপর হামলা চালায় ছিনতাইকারীরা। চাপাতির মুখে ওই ব্যক্তির ব্যাগ, মোবাইল ফোনসহ সর্বস্ব ছিনিয়ে নেওয়ার পাশাপাশি খুলে নেয় তার গেঞ্জি ও জুতা পর্যন্ত। ঘটনার পর তিনজনকে গ্রেপ্তার করলে বেরিয়ে আসে এই চক্রের ভয়াবহ কার্যকলাপের তথ্য।
পুলিশ সূত্র জানায়, চক্রটির মূলহোতা একজন 'কবির' নামে ব্যক্তি। ছিনতাইকারীরা তার কাছ থেকেই চাপাতি ও মোটরসাইকেল ভাড়া নেয়। অগ্রিম কোনো অর্থ না দিয়ে ছিনতাইয়ের পর মালামাল বিক্রি করে সেই টাকা শোধ করে তারা। এমনকি ছিনতাইকারীদের কাছ থেকে মূল্যবান সামগ্রী কিনেও নেয় চক্রের সদস্যরা। পুলিশে ধরা পড়লে জামিনে ছাড়িয়ে আনতেও অর্থ সাহায্য করে চক্রটি। এরপর ওই অপরাধীরা পুনরায় ছিনতাই চালিয়ে সেই টাকা পরিশোধ করে।
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খান গণমাধ্যমকে জানান, “চক্রটি চাপাতি ও মোটরসাইকেল ভাড়া দেয় ছিনতাইয়ের জন্য। বিনিময়ে ছিনতাইকারীরা লুট করা মালামাল তাদের কাছে বিক্রি করে।”
এ বিষয়ে ডিএমপির গোয়েন্দা শাখার যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম বলেন, “এই ধরনের অপরাধে কারা জড়িত তা আমরা আশপাশের লোকজনের মাধ্যমে শনাক্তের চেষ্টা করছি। একইসঙ্গে যেসব অপরাধী অতীতে এ রকম ঘটনার সঙ্গে যুক্ত ছিল, তাদের আইনের আওতায় আনা হচ্ছে।”