চন্দনাইশ প্রতিনিধি:-
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় যৌতুকের টাকা নিয়ে বিরোধের জেরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ।
গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার বরকল ইউনিয়নের ৬নং ওয়ার্ড থেকে মোছাম্মৎ আরফি (১৯) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। আটক স্বামী মো. রিজুয়ানের বয়স ৩০ বছর।
পারিবারিক সূত্রে জানা যায়, আট মাস আগে রিজুয়ান ও আরফির বিয়ে হয়। বিয়ের পর থেকেই সংসারে কলহ চলছিল এবং আরফি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছিলেন। স্থানীয়রা জানান, বিয়ের সময় যৌতুক হিসেবে ৩ লাখ টাকা দাবি করা হলেও তা না দেওয়ায় এ হত্যাকাণ্ড ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, যৌতুকের টাকা না মেলায় বিয়ের মাত্র আট মাসের মাথায় স্বামীর হাতে প্রাণ হারাতে হলো নববধূ আরফিকে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং অভিযুক্ত স্বামীকে আটক করেছে।