সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঢাকা-রাজশাহী মহাসড়কে ট্রাকচাপায় বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন—সলঙ্গা থানার পুরানবেড়া গ্রামের মৃত নূর মোহাম্মদ খন্দকারের ছেলে আব্দুল মান্নান খন্দকার (৭০) ও তার ছেলে জুয়েল খন্দকার (৩৫)।
মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৭টার দিকে চড়িয়া মধ্যপাড়া গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, অসুস্থ বাবাকে চিকিৎসকের কাছে নিতে একটি অটোভ্যানে করে রওনা হন জুয়েল খন্দকার। পথিমধ্যে ভ্যানটি উল্টে গেলে বাবা-ছেলে রাস্তায় পড়ে যান। ঠিক সেই সময় নাটোর থেকে ঢাকাগামী একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা নিহত হন।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে যায়। ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ। নিহতদের মরদেহ থানায় আনা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া চলমান।