কুমিল্লায় সাবেক চেয়ারম্যান ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৭ সেপ্টেম্বর ২০২৫ ০১:৩৪ অপরাহ্ণ   |   ৪২ বার পঠিত
কুমিল্লায় সাবেক চেয়ারম্যান ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

কাউছার সরকার (বিশেষ প্রতিনিধি) কুমিল্লা:-

 

কুমিল্লার চৌদ্দগ্রামে হত্যা মামলার আসামি উজিরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নায়িমুর রহমান মজুমদার মাসুম এবং উপজেলা ছাত্রলীগ নেতা নাজমুল হাসান রাকিবকে যৌথবাহিনী ও পুলিশ গ্রেপ্তার করেছে। মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
 

সূত্র জানায়, সোমবার রাতে যৌথবাহিনীর বিশেষ অভিযানে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের ঘনিষ্ঠ সহযোগী ও উজিরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নায়িমুর রহমান মজুমদার মাসুমকে কুমিল্লা শহর থেকে আটক করা হয়। তিনি আলোচিত জগমোহনপুরে ৮ বাসযাত্রী হত্যা মামলার ৮৮ নম্বর আসামি। অন্যদিকে পুলিশের অভিযানে একই উপজেলার বেলঘর গ্রামের বাসিন্দা আবুল কাশেমের ছেলে নাজমুল হাসান রাকিবকে গ্রেপ্তার করা হয়।
 

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানান, নায়িমুর রহমানকে কুমিল্লা কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে এবং রাকিবকে চৌদ্দগ্রাম থানায় হেফাজতে রাখা হয়েছে।