গাজীপুর প্রতিনিধি:-
গাজীপুরের শ্রীপুরে মহাসড়ক পার হওয়ার সময় পিকআপভ্যানের চাপায় শিল্পী আক্তার (৩০) নামের এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন।
দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার (৮ জুলাই) ভোর ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায়, সুফিয়া স্পিনিং মিলসের সামনে।
নিহত শিল্পী আক্তারের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার বনগ্রাম গ্রামে। তিনি আব্দুল জলিলের মেয়ে। কর্মসূত্রে তিনি স্বামী আব্দুল কাদিরকে সঙ্গে নিয়ে শ্রীপুরের এমসি বাজার এলাকার মতিনের বাসায় ভাড়া থাকতেন এবং স্থানীয় ডেকো গার্মেন্টসে সুইং অপারেটর হিসেবে চাকরি করতেন।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, ভোরে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে মহাসড়ক পার হচ্ছিলেন শিল্পী। এ সময় ময়মনসিংহগামী একটি পিকআপ তাকে চাপা দেয়। এতে মাথায় মারাত্মক আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। দুর্ঘটনার পর চালক ও সহকারী পিকআপ ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপটি জব্দ করে থানায় নিয়ে আসে।
নিহতের পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
ডেকো গার্মেন্টস লিমিটেডের জেনারেল ম্যানেজার (জিএম) ফরিদ আহমেদ বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী কারখানার সুইং সেকশনসহ কয়েকটি বিভাগ ভোর ৫টা থেকে খোলা ছিল। শিল্পী আক্তার সেখানে সুইং অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। কারখানার পক্ষ থেকে মরদেহ বাড়িতে পাঠানো এবং দাফনসহ সব ধরনের সহায়তা করা হচ্ছে।