*খোঁচা*

প্রকাশকালঃ ১৩ সেপ্টেম্বর ২০২৪ ০১:৩৯ পূর্বাহ্ণ ১৭৪ বার পঠিত
*খোঁচা*

ঢাকা প্রেস

লেখা: বৃষ্টি মিনা।


তোমার অযাচিত আঘাত!
ঠিক ফোড়ার উপর কাঁকড়ার চিমটির মতো,
তাই ব্যথা, উষবিশ আর চিৎকার ছাড়া 
কিছুই দেয় না।

তোমার ট্যাড়া কথাগুলো
ঠিক ইট পাটকেলের মতই,
মুখ খুললেই আঘাত লাগে শরীরে;
এ ক্ষত সইবার নয়।

তোমার প্রতিটা ক্রোধ
আমাকে মৌমাছির মত আক্রমণ করে,
বিষে শরীর হয়ে উঠে অস্থির;
এভাবে আর কত?

নিজেকে বানিয়ে রেখেছো কুঁইচা,
ধরতে গেলেই পিছলে যাও;
আবার বল ভালবাসি!
এমন অভিনয় না করলেও পারো।

তেঁতুল হয়ে সামনে থাকবে
অথচ জিহ্বায় জল আসলেই দোষ?
এমন বিচারের করি নিন্দা
কারন আমি এখনো জিন্দা।