প্রত্যক্ষদর্শীরা জানান, রান্নার সময় একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার লিক হয়ে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের বাড়িগুলোতেও দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নেভাতে সহায়তা করছেন। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সৈয়দপুর ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, আগুন নিয়ন্ত্রণে প্রচেষ্টা চলছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও বিস্ফোরণের প্রকৃত কারণ তদন্ত শেষে জানা যাবে।
উল্লেখ্য, সম্প্রতি দেশে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একের পর এক দুর্ঘটনার ঘটনা ঘটছে। তাই এ ধরনের দুর্ঘটনা রোধে গ্যাস সিলিন্ডার ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।