ঢাকা প্রেস
জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি ( নারায়ণগঞ্জ):-
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মাইক্রোবাস ছিনতাইয়ের ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্তদের কাছ থেকে ১৪৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) উপজেলার কাঁচপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন রাকিম মিয়া, আনোয়ার হোসেন ওরফে রাজিব, এবং মিন্টু মিয়া।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী জানান, ৮ ডিসেম্বর রাতে মোগরাপাড়া এলাকায় সমন্বয়কদের মাইক্রোবাস আটকে মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটে। এরপর সোমবার (৯ ডিসেম্বর) অভিযানে দুইজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয় এবং চোরাই মোবাইলগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইলের মধ্যে সমন্বয়কদের ফোনও রয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।