কাউছার সরকার (বিশেষ প্রতিনিধি) কুমিল্লা:-
কুমিল্লার দেবীদ্বার উপজেলার বড়শালঘর মন্ত্রীবাড়ির মরহুম কাশেম ভুঁইয়ার দ্বিতীয় সন্তান করিম ভুঁইয়া নিখোঁজ হওয়ার এক মাস চার দিন পর তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার করিম ভুঁইয়ার শ্বশুরবাড়ি কুমিল্লার রসুলপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। অভিযোগ রয়েছে, পারিবারিক বিরোধের জেরে করিম ভুঁইয়ার স্ত্রী, দুই সন্তান ও শ্বশুরবাড়ির আত্মীয়রা মিলে তাকে হত্যা করে হাত-পা বেঁধে সেফটি ট্যাংকির ভেতরে ফেলে রাখে।
বড়শালঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম নজরুল ইসলাম (জানু)-এর বড় ছেলে নাজমুল ইসলাম জুয়েলের নেতৃত্বে স্থানীয়দের সহায়তায় পুলিশ মরদেহ উদ্ধার করে।