বিশেষ প্রতিনিধি (চট্টগ্রাম):-
চট্টগ্রাম নগরীর প্রবেশদ্বারখ্যাত সিটি গেইট এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ এক স্বর্ণ চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।
বুধবার (৫ নভেম্বর) রাতে আকবর শাহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমানের নেতৃত্বে এসআই (নিঃ) মো. দেলোয়ার, এএসআই মো. হাশেম ও এএসআই মো. জসিম উদ্দিনসহ পুলিশের একটি টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানে নুর আলম (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটক নূর আলম স্বর্ণ চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তার বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নে। তিনি মো. আবুল বশরের ছেলে।
ওসি মোহাম্মদ আরিফ জানান, নূর আলমের কাছ থেকে ২৫ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আকবর শাহ থানায় বিশেষ ক্ষমতা আইনের ২৫বি(১)(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নং—৫(১১)২৫)।
গ্রেফতার আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি মোহাম্মদ আরিফ।