জামালপুর প্রতিনিধি:-
জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, একদল ছাত্র-জনতা এ অগ্নিসংযোগের ঘটনায় জড়িত। তবে কী কারণে এই ঘটনা ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।