ইমাম-মুয়াজ্জিন ও খাদেমদের জন্য সম্মানী ভাতা: কে কত পাবেন?

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৮ জানুয়ারি ২০২৫ ০১:০৭ অপরাহ্ণ   |   ৪৩৬ বার পঠিত
ইমাম-মুয়াজ্জিন ও খাদেমদের জন্য সম্মানী ভাতা: কে কত পাবেন?

ঢাকা প্রেস নিউজ

 

ইমাম, মুয়াজ্জিন এবং খাদেমদের জন্য সুখবর! দেশের প্রায় সাড়ে তিন লাখ মসজিদের ১৭ লাখ ইমাম-মুয়াজ্জিন এবং খাদেমদের সম্মানী ভাতা দেওয়ার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। নিয়মিত বেতন-ভাতার পাশাপাশি সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় তারা এই ভাতা পাবেন।


প্রথম দফায় দেশের ১০ শতাংশ মসজিদে এই কর্মসূচি চালু হবে। পরবর্তী সময়ে ধাপে ধাপে অন্যান্য মসজিদগুলোকে এর আওতায় আনা হবে। প্রাথমিকভাবে ইমামদের জন্য পাঁচ হাজার, মুয়াজ্জিনদের চার হাজার এবং খাদেমদের জন্য তিন হাজার টাকা সম্মানী নির্ধারণ করা হয়েছে।


ইসলামিক ফাউন্ডেশন (ইফা) ইতোমধ্যে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন ইফার সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন। অন্যান্য সদস্যরা হলেন:

  • মো. মহিউদ্দিন (পরিচালক, সমন্বয়)
  • মোহাম্মদ তৌহিদুল আনোয়ার (পরিচালক, প্রকাশনা)
  • মো. রেজ্জাকুল হায়দার (পরিচালক, ইমাম প্রশিক্ষণ একাডেমি)
  • মো. জাকির হোসেন (উপপ্রকল্প পরিচালক, শিশু ও গণশিক্ষা)
  • মো. মোস্তাফিজুর রহমান (সহকারী পরিচালক, প্রশাসন)
  • এ কে এম মুজাহিদুল ইসলাম (উপপরিচালক, প্রশাসন) সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
     

কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে দেশের মসজিদগুলোর তালিকা প্রস্তুত করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।


মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা ২০০৬ যুগোপযোগী করার লক্ষ্যে এবং জেলা প্রশাসক সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে ইমাম, মুয়াজ্জিন এবং খাদেমদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে আনার কাজ শুরু হবে।


ইসলামিক ফাউন্ডেশনের সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন জানান, প্রথম পর্যায়ে কর্মসূচির আওতায় প্রতিটি মসজিদকে ১২ হাজার টাকা বরাদ্দ দেওয়া হবে। এর মধ্যে ইমাম, মুয়াজ্জিন এবং খাদেম যথাক্রমে পাঁচ হাজার, চার হাজার এবং তিন হাজার টাকা করে পাবেন।


সরকারের উদ্যোগ শুধুমাত্র মসজিদের জন্য সীমাবদ্ধ নয়। মন্দিরের পুরোহিতসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরাও এই কর্মসূচির আওতায় আসবেন বলে জানা গেছে।


গত বছরের ৪ মার্চ অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনে ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত কর্ম অধিবেশনে ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের কর্মীদের তালিকা প্রস্তুতের নির্দেশনা দেওয়া হয়। দেশের ৬৪ জেলায় প্রায় সাড়ে তিন লাখ মসজিদে কর্মরত ১৭ লাখেরও বেশি ইমাম ও মুয়াজ্জিন রয়েছেন। এরমধ্যে জাতীয় এবং গুরুত্বপূর্ণ মসজিদগুলোর কর্মীদের বেতন-ভাতা রাজস্ব খাতে অন্তর্ভুক্ত।
 

এই উদ্যোগ দেশের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।