আরিফুজ্জামান (সাগর):-

গত ৪ নভেম্বর ২০২৫ তারিখে চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলের বিদ্যমান সাংগঠনিক কাঠামোর অধীনে 'স্কুল অব আর্মি এয়ার ডিফেন্স' -এর স্বতন্ত্র কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কমান্ড্যান্ট, আর্টিলারি সেন্টার ও স্কুল।
এর মধ্য দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে আর্মি এয়ার ডিফেন্স ব্যবস্থার পেশাদার প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নের নতুন অধ্যায় সূচনা হলো। এ পদক্ষেপ ভবিষ্যৎ প্রজন্মের এয়ার ডিফেন্স অফিসার ও সৈনিকদের উন্নততর প্রশিক্ষণ নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
‘স্কুল অব আর্মি এয়ার ডিফেন্স’ এখন থেকে একটি স্বতন্ত্র ও পূর্ণাঙ্গ প্রতিষ্ঠান হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল।
বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিক, দক্ষ ও প্রযুক্তিনির্ভর রূপান্তরের ধারাবাহিকতায় এটি আরেকটি উল্লেখযোগ্য অর্জন।