তরুণরাই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে: আসিফ মাহমুদ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ৩০ নভেম্বর ২০২৪ ১১:০৪ অপরাহ্ণ   |   ৪৯৪ বার পঠিত
তরুণরাই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে: আসিফ মাহমুদ

ঢাকা প্রেস
মুরাদনগর উপজেলা (কুমিল্লা) প্রতিনিধি:-


 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া বলেছেন, "জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্র-তরুণরা যেভাবে নেতৃত্ব দিয়েছিল, ঠিক তেমনভাবেই আগামীর নতুন বাংলাদেশ গঠনে তারাই নেতৃত্ব দেবে।"
 

শনিবার (৩০ নভেম্বর) বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার ডিআর উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 

তিনি আরও বলেন, "নতুন বাংলাদেশের নেতৃত্বের জন্য সবাইকে নিজ নিজ জায়গা থেকে প্রস্তুত থাকতে হবে। আমরা যদি আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করি, তবে স্বপ্ন একদিন বাস্তবায়িত হবেই।"


আসিফ মাহমুদ বলেন, "দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা বদ্ধপরিকর। ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই আমাদের পথ থেকে বিচ্যুত করতে পারবে না। ফ্যাসিস্ট শাসনের চক্রান্ত ব্যর্থ হয়েছে, কারণ ছাত্র-জনতা এখন ঐক্যবদ্ধ এবং সজাগ।"
 

তিনি আরও জানান, অতীতে নির্দিষ্ট এলাকায় উন্নয়ন সীমাবদ্ধ ছিল, কিন্তু তার নেতৃত্বে বৈষম্য দূর করে সমগ্র বাংলাদেশের উন্নয়ন নিশ্চিত করা হবে। ইতোমধ্যে মুরাদনগরে ২০টি উন্নয়ন প্রকল্প বরাদ্দ দেওয়া হয়েছে। শিক্ষার পিছিয়ে থাকা এই উপজেলায় আগামী ১০ বছরের মধ্যে শতভাগ শিক্ষার হার নিশ্চিত করা হবে। নাগরিক সেবার ক্ষেত্রেও মুরাদনগরে দৃশ্যমান উন্নয়ন ঘটানো হবে।


কুমিল্লার দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত বিভাগ বাস্তবায়নের বিষয়ে আসিফ মাহমুদ বলেন, "আগামী দিনে কুমিল্লা নামেই বিভাগ বাস্তবায়ন করা হবে। এ বিষয়ে সরকার সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে দ্রুত কার্যক্রম শুরু করা হবে।"


বাংলাদেশের রাজনীতি নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, "একটি ধারণা তৈরি হয়েছে যে ভারতের সমর্থন ছাড়া ক্ষমতায় আসা সম্ভব নয়। কিন্তু বাস্তবে, ভারতের সমর্থন পেলেও শেখ হাসিনা টিকে থাকতে পারেননি। জনগণই শেষ সিদ্ধান্ত নিয়েছে।"
 

তিনি রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানিয়ে বলেন, "আওয়ামী লীগের মতো পরিণতি এড়াতে হলে জনগণের পাশে দাঁড়ান এবং তাদের সমর্থন নিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করুন।"


গণসংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জাহেদী, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, কুমিল্লার জেলা প্রশাসক আমিরুল কায়সারসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশার মানুষ।
 

এর আগে, দুপুরে মুরাদনগর উপজেলা পরিষদে উপস্থিত হয়ে তিনি গার্ড অব অনার গ্রহণ করেন এবং হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। পরে নিজ গ্রাম আকাবপুরে এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন।