কাইয়ুম চৌধুরী, চট্টগ্রামঃ

পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী, ফাতেহা-এ-ইয়াজদাহুম ও এলাকার মরহুম-মরহুমার ইছালে সওয়াব উপলক্ষে
হযরত আল্লামা ঈছাপুরী (রঃ) স্মৃতি পরিষদের ব্যবস্থাপনায় আয়োজিত আজিমুশশান সুন্নী সম্মেলন মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে।
উত্তর পশ্চিম উদালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ৫ নভেম্বর বুধবার সকাল থেকে শুরু হয়ে দিন ব্যাপী খতমে কোরআন,খতমে খাজেগান, হামদ, নাত শেষে সন্ধ্যায় দেশবরেণ্য আলেমেদ্বীনদের তাকরির পেশ করেন।
ফটিকছড়ির নানুপুর ঈছাপুরী দরবার শরীফের সাজ্জাদানশীন হযরতুলহাজ্ব শাহসূফি সৈয়দ এহছানুল করিম ঈছাপুরী আল-মাইজভাণ্ডারী (ম.জি.আ.) এর সভাপতিত্বে সৈয়দ আমিন আহম্মদ মাসুম ও সৈয়দ আমিনুল করিম মাহফুজ এর যৌথ সঞ্চালনায় আয়োজিত মাহফিলে তাকরির পেশ করেন, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সাংগঠনিক সম্পাদক হযরতুলহাজ্ব আল্লামা মুফতি গিয়াস উদ্দীন তাহেরী (ম.জি.আ), চট্টগ্রাম বায়েজিদ বোস্তামী থানার আহসানুল উলুম গাউসিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস হযরতুহাজ্ব আল্লামা ইদ্রিস আনসারী (ম.জি.আ.), গাউছিয়া মুনিরীয়া আহমদিয়া আলীম মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ্ ফারুকী (ম.জি.আ.)।
এতে অতিথি প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপস্থিত ছিলেন গনি হসপিটাল প্রাঃ লিমিটেড এর চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ওসমান গনি, উদ্বোধক এর বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান শাহাদাত ওসমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিউল আজম,সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী , আলহাজ্ব জহুর আহম্মদ চৌধুরী, ডাক্তার এম. মজিবুল আলম,হযরত আল্লামা ঈছাপুরী (রঃ) স্মৃতি পরিষদের প্রধান উপদেষ্টা আব্দুল মান্নান চৌধুরী, উপদেষ্টা মো: শফিউল আজম চৌধুরী,মোঃ হারুন-অর- রশিদ চৌধুরী,মোঃ জসিম উদ্দিন চৌধুরী,মোঃ শাহাবুদ্দিন হাছান,মোঃ ইউনুস, মোঃ আবছার হোসেন,মোঃ আলমগীর হোসেন,মোঃ সেলিম উদ্দিন প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ আমিন উদ্দিন মোঃ মহসিন, সিনিয়র সহ-সভাপতি মোঃ মহিন উদ্দিন,অর্থ সম্পাদক সৈয়দ আমিন উল্লাহ মোঃ মুসলেম, সহ-সভাপতি মোঃ সেলিম প্রমুখ।