মঙ্গলবার (২৯ জুলাই) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে এই আদেশের আবেদন করেন কমিশনের উপপরিচালক মো. খায়রুল হক।
আদালতের আদেশে জব্দ ও অবরুদ্ধ হওয়া সম্পদের মধ্যে রয়েছে নজিবুর রহমানের পুত্র ফারাবি এনএম রহমানের নামে রাজধানীর সিদ্ধেশ্বরীতে অবস্থিত ৩৬৭২ বর্গফুটের একটি ফ্ল্যাট, যার বাজারমূল্য প্রায় ৩ কোটি ৬৫ লাখ টাকা। এছাড়াও নজিবুরের স্ত্রী নাজমা রহমান, পুত্র ফারাবি এনএ রহমান এবং ফুয়াদ এনএ রহমানের নামে থাকা ৭টি ব্যাংক হিসাব এবং ৫টি শেয়ারবাজারের বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবও অবরুদ্ধ করা হয়েছে।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়, মো. নজিবুর রহমানের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি এবং বদলি বাণিজ্যের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ উপার্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। অনুসন্ধান চলাকালে তার ও পরিবারের সদস্যদের নামে স্থাবর ও অস্থাবর বিপুল সম্পদের সন্ধান পাওয়া গেছে। কিন্তু এসব সম্পদের কোনো বৈধ উৎস দেখাতে ব্যর্থ হয়েছেন তারা।
দুদক আরও জানায়, নজিবুর ও তার পরিবারের সদস্যরা এসব সম্পদ বিক্রির মাধ্যমে অর্থ হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের চেষ্টা করছেন বা অন্যত্র স্থানান্তর করতে পারেন—এমন তথ্যও রয়েছে। সম্পদগুলো হস্তান্তর বা পাচার হয়ে গেলে রাষ্ট্রের আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই সুষ্ঠু অনুসন্ধান ও রাষ্ট্রীয় স্বার্থ রক্ষায় এসব সম্পদ অবিলম্বে জব্দ ও অবরুদ্ধ করা প্রয়োজন বলে আদালতে উল্লেখ করা হয়।